পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
নৌযানগুলোকে নিয়ম পালনে বাধ্য করুন
রোববার থেকে খুলে দেয়া হয়েছে নৌযান গুলো। অর্থনৈতিক প্রয়োজন ছাড়াও দক্ষিণ অঞ্চলের অনেক মানুষকে ঢাকায় আসতে হয়। বিশেষ প্রয়োজনে পরিবারে কাছে ঢাকা থেকে ফিরতেও হয়। এমন অবস্থায় সীমিত পরিসরে হলেও নৌযান চলাচলের দাবি ছিলো দক্ষিণ অঞ্চলের মানুষের। লকডাউন প্রত্যাহারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানবে এমন শর্তে গণপরিবহন খুলে দেয়া হয়। নৌযানগুলো একদিন আগেই চলাচল শুরু করে। নৌ-কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নৌযান চলাচল করছে এমন দাবি করলেও সরেজমিনে দৃশ্য তার বিপরীত। যাত্রীবাহী লঞ্চগুলো কোনো নির্দেশনাই প্রয়োগ করছে না। অর্ধেক যাত্রী, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ইত্যাদি নিয়মাবলি প্রয়োগে লঞ্চগুলোতে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, লঞ্চ তথা নৌযানগুলোর উপর তদারকি বাড়িয়ে নিয়ম পালনে বাধ্য করুন।
অনিল মো. মোমিন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।