পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামকে জনসম্মুখে অপদস্থ ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে, দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এহেন ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী শহিদুল ইসলামকে জনসম্মুখে যারা অপদস্থ করেছে তাদের কয়েকজন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে সেজন্য স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখনও যারা গ্রেফতার হয়নি অতিদ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এসকল অপরাধী আইনের ফাঁকফোকড় থেকে বেড়িয়ে না যেতে পারে।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীগণ একটি সুশৃঙ্খল জাতী গঠনের কারিগর, তাঁদের অপমান দেশের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ কখনই সহ্য করবে না। দেশের যেকোন প্রান্তে একজন শিক্ষক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী অপদস্তের স্বীকার হলে নিঃসন্দেহে তা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের জন্য অপমানকর। সুতরাং এসকল হিনকার্য সম্পন্নকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এহেন ঘৃণিত কাজের পুঃনরাবৃত্তি না ঘটে সেব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও আন্তরিকতা কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।