মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিম উপক‚লীয় রাজ্য গুজরাটের একটি রাসায়নিক কারখানায় বুধবার বিস্ফোরণে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুজরাটের প্রধান শিল্পাঞ্চল দাহেজের রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনডিটিভি বলছে, বিস্ফোরণে প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে দেশটির ফায়ার সার্ভিসের অন্তত ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাজ্যের এক কর্মকর্তা দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, রাসায়নিক ওই প্ল্যান্টের আশ-পাশের গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। দাহেজের উন্মুক্ত একটি স্থানে অবস্থিত ওই কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকান্ড শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে, কারখানাটির আকাশে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলি দেখতে পাওয়া যায়। ওই কর্মকর্তা বলেন, বুধবার সকালের দিকে অ্যাগ্রো-কেমিক্যাল প্ল্যান্টের একটি বয়লার বিস্ফোরণে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাদের অনেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আহত শ্রমিকদের উদ্ধারের পর ভারুচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তিনি বলেন, পুরো কারখানা আগুনে ছেয়ে গেছে। কেমিক্যাল প্ল্যান্টের পাশের দুটি গ্রামের মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।