Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সালাহর মাস্ক পরে ডাকাতির চেষ্টা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারির মধ্যে মাস্ক পরিচিতি পেয়েছে সব জায়গায়। সেই মাস্কই জন্মদিণ এক অপ্রীতিকর ঘটনার! মিশরের সবচেয়ে বড় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই ফরোয়ার্ড দেশটিতে ভীষণ জনপ্রিয়ও। সেই সুযোগে তার মুখের আদলে বানানো মাস্ক পরে কায়রোর নাসর সিটির এক সড়কের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ চক্র। নিরাপত্তাকর্মীরা টের পেয়ে বাধা দিলে পালানোর চেষ্টা করে অপরাধীরা। কিন্তু ধরা পড়তে হয় পুলিশের হাতে।
মিসরের হয়ে ৬৭ ম্যাচে ৪১ গোল করা সালাহ লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো মাঝে-মধ্যেই জানায়, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো বড় বড় ক্লাব তার প্রতি আগ্রহী। কিন্তু সালাহ সহসাই যে লিভারপুল ছাড়ছেন না তা মোটামুটি নিশ্চিত। করোনা মহামারিতে খেলা বন্ধ হওয়ার আগে লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত ছিল ইংলিশ ক্লাবটির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ