Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে ৪শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ২:৫৬ পিএম

র‌্যাবের একটি চৌকসদল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪´শ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ঈশ্বরদী উপজেলার রুপপুর মোড় এলাকায় গতকাল রাতে মুঞ্জ (২২) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দামুকদিয়া গ্রামের মোনতাজ আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

র‌্যাব ১২ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, উক্ত মাদক ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ