Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে ফেন্সিডিলসহ পুলিশের এএসআই আটক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ২:৪৭ পিএম

দিনাজপুরে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক হয়েছে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই)। মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে মোঃ শামীম আহম্মেদ (৩২) কে আটক করা হয়। সে দিনাজপুর পুলিশ লাইনসে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত রয়েছেন।

দিনাজপুরে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সচীন চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযান কালে তার কাছ থেকে ৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ১৯মে মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আটক এএসআই শামীম আহম্মেদের বিরুদ্ধে দিনাজপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি মাদক সরবরাহের কাজও করতেন বলে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ