Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাংলাদেশকে কোহলির ‘ঈদ মেবারাক’

মুশফিকের কথায় উৎসাহ পান ভারত অধিনায়ক!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

বিশ্বের সেরা ব্যাটসম্যান কে তা নিয়ে হয়ত বিরাট কোহলির সঙ্গে সমান পাল্লায় নাম আসে স্টিভেন স্মিথের। কিন্তু রান তাড়ায় সেরার হিসেব করলে কোহলিকে বেশিরভাগই প্রশ্নাতীতভাবে মানেন বিশ্বসেরা। যেকোনো লক্ষ্য তাড়াতেই কোন তাড়না থেকে সব সম্ভবের ঝাঁজ আসে কোহলির। গতপরশু রাতে তামিম ইকবালের নিয়মিত অনলাইন আড্ডায় যোগ দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ২৫ মিনিটের আলাপে বেশিরভাগই তারা কথা বলেছেন ক্রিকেটীয় বিষয় নিয়ে। এরই ফাঁকে তামিম করেছেন নানা প্রশ্ন, কোহলিও রসিকতা আর সিরিয়াসনেস মেশানো ব্যাখ্যায় দিয়েছেন জবাব।
এক পর্যায়ে তামিম জিজ্ঞেস করেন, ‘বিরাট ভাই, রান তাড়ায় তুমি কীভাবে সব লক্ষ্য সম্ভব কর।’ জবাবটা প্রথমে হালকা চালে শুরু করেন কোহলি, ব্যাটিংয়ের সময় উইকেটকিপারদের সেøজিংয়ের প্রসঙ্গ টানেন তিনি, ‘মানসিক প্রক্রিয়া সহজই থাকে। কখনো কখনো মুশফিকরাও সাহায্য করে, মানে স্টাম্পের পেছন থেকে কিছু একটা বলে। তখন আমি আরও উৎসাহ পাই (হাসি)।’ তারপরই মূল ব্যাখ্যায় কোহলি শুনিয়েছেন বরাবরই হার না মানা মানসিকতা তাকে রাখে ইতিবাচক, ‘আসলে সত্যি কথা বলতে আমি ছোট থেকেই একটা ব্যাপার ভাবতাম। টিভিতে যখন ম্যাচ দেখতাম, অনেক ম্যাচে ভারত রান তাড়া করে জেতার অবস্থায় নেই। তবু আমার মনে হত আমি যদি থাকতাম তাহলে জিতে যেতাম। মানে এ ধরণের একটা স্বপ্ন খেলা করত মনের ভেতর। আমি এভাবে দেখি, এটা একটা সুযোগ। আমাকে সেটা করতে হবে, জেতাটা জরুরী। আমি দলকে জিততে দেখতে চাই। এই দৃঢ়তায় ভেতরের আগুন বের করে নিয়ে আসে।’
ওয়ানডেতে রান তাড়ায় ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। রান তাড়ায় রেকর্ড ২৬টি সেঞ্চুরি করেছেন তিনি। যার ২২টিতেই জিতেছে তার দল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সময়টা খুবই কঠিন। তবে বিরাট কোহলির চাওয়া, এই পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করুক বাংলাদেশের মানুষ। ভারতীয় অধিনায়ক বাংলাদেশের সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দুজনের আড্ডার শেষ দিকে তামিম কোহলিকে বললেন, ঈদ নিয়ে যদি তিনি কিছু বলতে চান বাংলাদেশের মানুষের জন্য। কোহলি আন্তরিক কণ্ঠে বললেন, সময় চ্যালেঞ্জিং হলেও উপলক্ষ্য যেন সবাই স্মরণীয় করে রাখেন, ‘সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময় কাটান, উপভোগ করুন। পরিবারের সঙ্গে এই সময়গুলোও স্মরণীয় করে রাখা উচিত। আমি আশা করব, সব চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ পালন করবে। আশা করি পরিস্থিতি ভালো হবে, আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব।’
কোভিড-১৯ রোগের প্রকোপের এই সময়টায় জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে লড়াই করার আহবানও জানালেন বিশ্ব ক্রিকেটে এই সময়ের সবচেয়ে বড় তারকা, ‘আমার মনে হয় না, এখন সময় পরস্পরকে আলাদা করে দেখার যে ওখানে কী হচ্ছে, এখানে কী হচ্ছে। কারণ সবাই একই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে। সবাই এটির সঙ্গে লড়াই করছে। আশা করব, সবাই এই অবস্থা থেকে দ্রæত মুক্তি পাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোহলি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ