Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফর্ম ফেরাতে জুনিয়র দলে কোহলি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

এশিয়াকাপের মঞ্চে নামার আগে জিম্বাবুয়ে সফর করবে ভারত। তবে সে সিরিজে দলের প্রায় সব সিনিয়র খেলোয়াড়দের দেওয়া হবে বিশ্রাম। তবে সে তালিকায় নাও থাকতে পারে বিরাট কোহলির নাম। ফর্ম ফেরাতে এ তারকাকে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে পাঠানোর চিন্তা-ভাবনা করছেন নির্বাচকরা। এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। অথচ কিছু দিন আগেও অপেক্ষাকৃত ছোট দলগুলোর বিপক্ষে খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করলে সবার আগেই আসতো কোহলির নাম। কিন্তু সাম্প্রতিক সময়ের বাজে ফর্মে এবার জিম্বাবুয়ে সফরে তাকে রাখা হতে পারে বলে জানিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র।
আইপিএল শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বিশ্রামে ছিলেন কোহলি। পরে আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেললেও রানের দেখা পাননি। পরে জাতীয় নির্বাচকদের অনুরোধ করেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে মাঠে নামতে দেখা যাবে না তাকে। তবে ফর্ম ফেরানোর লক্ষ্যে তাকে জিম্বাবুয়ে সফরে পাঠাতে চান নির্বাচকরা। বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘জাতীয় নির্বাচকদের বৈঠকের আগে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরে ওয়ান ডে সিরিজে, যে ফরম্যাটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক বিরাট।’ জানা গেছে জিম্বাবুয়ে সফরে দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ায় লোকেশ রাহুল কিংবা শিখর ধাওয়ানের কোনো একজন নেতৃত্ব দিতে পারেন ওয়ান ডে সিরিজে। এশিয়া কাপের আগে আগামী ১৮ থেকে ২২ আগস্টের মধ্যে এ সিরিজের তিনটি ম্যাচ খেলবে ভারতীয় দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফর্ম ফেরাতে জুনিয়র দলে কোহলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ