পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পশ্চিমতীরকে ইসরাইলের ভূখন্ডের অন্তর্ভুক্ত করলে ইহুদিবাদী দেশটিকে কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ইউরোপের একটি গণমাধ্যমকে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে তিনি ওই হুশিয়ারি উচ্চারণ করেন। ডের স্পিয়েজেলকে তিনি বলেন, পশ্চিমতীর দখল করে নিতে চাইলে ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে ইসরাইলের জন্য। দখলদার ইহুদিবাদী দেশটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে, আগামী জুলাইয়ে তাদের ভূখন্ড পশ্চিমতীর পর্যন্ত সম্প্রসারন করা হবে। জর্ডানের বাদশাহ আরও বলেন, ইসরাইলের এ দখলদারিত্ব গোটা অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টি করবে। ইসরাইলের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই বিরোধী দলের সম্মতিতে ওই সম্প্রসারন কার্যক্রম শুরু হবে। ফিলিস্তিনিরা কঠোর নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে ইসরাইলের ওই দখলদারিত্ব রোখে দেয়ার ঘোষণা দিয়েছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।