মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জর্ডানের আকাবা বন্দরে একটি ক্লোরিন গ্যাসের ট্যাংক ছিদ্র হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৫১ জন। জর্ডানের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানির জন্য ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহনের সময় পড়ে যায়। এতে ট্যাংকটি ছিদ্র হয়ে যায়।
রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ক্রেন থেকে একটি ট্যাংক ছিটকে জাহাজের ডেকে পড়ে। এরপরই এই ঘটনা ঘটে। এরপর লোকজনকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হলুদ রঙের গ্যাস বাতাসে উড়তে দেখা যায়।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বিশর আল-খাসাওনেহ একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের দেখতে হাসপাতালে গেছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।