মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জর্ডানের যুবরাজ হুসেন (২৮) বিয়ে করছেন সউদী আরবের তরুণী রাজোয়া আল-সাইফকে (২৮)। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এতে দেশ দু’টির সম্পর্কের টানাপোড়েন দূর হবে বিশ্লেষকরা মনে করছেন। খবর মিডলইস্ট আইয়ের। সম্প্রতি সউদী আরবের রাজধানী রিয়াদে রাজোয়া আল-সাইফের বাড়িতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও রানি রানিয়াসহ দেশটির রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে ওই বাগদান সম্পন্ন হয়। রাজোয়া আল-সাইফের জন্ম রিয়াদে হলেও, তিনি পড়াশোনা করেছেন নিউইয়র্কে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর ছেলে হুসেনও পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। মূলত সেখানেই তাদের পরিচয় ও প্রেম। সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুবরাজ তাদের সুখী দাম্পত্য জীবন ও সমৃদ্ধি কামনা করেছেন। এর আগে সিরিয়া ও মধ্যপ্রচ্যের বিভিন্ন ইস্যুতে সৌদি-জর্ডান সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিন্তু যুবরাজের বিয়েকে কেন্দ্র করে আবারও কাছাকাছি আসছে দেশ দুটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।