Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অক্সিজেনের অভাবে মৃত্যু, স্বাস্থ্য কর্মকর্তাদের শাস্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৩:৪২ পিএম

অক্সিজেনের ঘাটতির কারণে দশ করোনায় আক্রান্ত দশজন রোগীর মৃত্যু হওয়ায় পাঁচ জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে শাস্তি দিয়েছে জর্ডানের একটি আদালত৷

জর্ডানের পশ্চিমের শহর সাল্টের সরকারি হাসপাতালে গত মার্চে হঠাৎ অক্সিজেন সংকট দেখা দিলে ওই রোগীদের মৃত্যু ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে৷ হাসপাতালটির রোগীদের অক্সিজেন সরবরাহ প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে৷ অভিযুক্তরা সেসময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছিলেন৷

সেই ঘটনার ফলশ্রুতিতে জর্ডানের বিভিন্ন শহরে সরকারবিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল৷ সেই সময় রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টরা দাবি করেন যে, রোগীদের এমন মৃত্যুর ঘটনা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অবহেলার বিষয়টি ফুটিয়ে তুলেছে৷

দশ রোগীর মৃত্যুর ঘটনার পরপরই অবশ্য স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত পদত্যাগ করেন৷ পাশাপাশি জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল খাসোনে এই ঘটনার দায় পুরোপুরি তার সরকারের বলে স্বীকার করে নেন৷ স্বাস্থ্য কর্তৃপক্ষের এ ধরনের গাফিলতি ঠেকাতে এবং কর্মীদের প্রশিক্ষিত করতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েক কোটি টাকা খরচ করেছে জর্ডান৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জর্ডান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ