মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অক্সিজেনের ঘাটতির কারণে দশ করোনায় আক্রান্ত দশজন রোগীর মৃত্যু হওয়ায় পাঁচ জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে শাস্তি দিয়েছে জর্ডানের একটি আদালত৷
জর্ডানের পশ্চিমের শহর সাল্টের সরকারি হাসপাতালে গত মার্চে হঠাৎ অক্সিজেন সংকট দেখা দিলে ওই রোগীদের মৃত্যু ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে৷ হাসপাতালটির রোগীদের অক্সিজেন সরবরাহ প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে৷ অভিযুক্তরা সেসময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছিলেন৷
সেই ঘটনার ফলশ্রুতিতে জর্ডানের বিভিন্ন শহরে সরকারবিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল৷ সেই সময় রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টরা দাবি করেন যে, রোগীদের এমন মৃত্যুর ঘটনা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অবহেলার বিষয়টি ফুটিয়ে তুলেছে৷
দশ রোগীর মৃত্যুর ঘটনার পরপরই অবশ্য স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত পদত্যাগ করেন৷ পাশাপাশি জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল খাসোনে এই ঘটনার দায় পুরোপুরি তার সরকারের বলে স্বীকার করে নেন৷ স্বাস্থ্য কর্তৃপক্ষের এ ধরনের গাফিলতি ঠেকাতে এবং কর্মীদের প্রশিক্ষিত করতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েক কোটি টাকা খরচ করেছে জর্ডান৷ সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।