মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জর্ডানের আকাবা বন্দরে একটি স্টোরেজ ট্যাংক থেকে ক্লোরিন গ্যাস ছড়িয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৫১ জন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানির জন্য ২৫ টন ক্লোরিন গ্যাস ভরা একটি ট্যাংক জাহাজে ওঠানোর সময় পড়ে গেলে সেখানে থেকে গ্যাস লিক করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জর্ডানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের টুইটার পেইজে পোস্ট করা একটি ভিডিওতে একটি স্টোরেজ ট্যাংককে কপিকল থেকে জাহাজের ডেকে আছড়ে পড়তে দেখা যায়, পড়ার পর সেখান থেকে হলুদ রঙের গ্যাস বের হতে থাকে আর লোকজন দৌঁড়ে পালাতে থাকে। জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আর অল্প কিছু লোককে হাসপাতালে পাঠাতে হবে বলে ধারণা করছেন তারা। বিষাক্ত গ্যাস নিঃসারণের পর আহতদের ভর্তি করা একটি হাসপাতালে সামনে জর্ডানের আধাসামরিক বাহিনী সদস্যদের দেখা যাচ্ছে। জীবাণুনাশক হিসেবে ও পানি বিশুদ্ধ করতে ক্লোরিন ব্যাপকভাবে ব্যবহার করা হয়, কিন্তু শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে গ্যাসটি হাইড্রোক্লোরিক এসিডে পরিণত হয়; এতে শরীরের ভেতরের অংশ পুড়ে যেতে পারে এবং ফুসফুসে পানি জমে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কর্মকর্তারা জানিয়েছেন, গুদামজাত শস্যে কোনো দূষণ ঘটেছে কিনা তা পরীক্ষার জন্য আকাবার খাদ্য শস্যের সাইলোগুলোতে কাজ বন্ধ রাখা হয়েছে, তবে বন্দর থেকে জাহাজ চলাচল অব্যাহত আছে। ঘটনার সময় বন্দরের কোনো জাহাজ থেকে শস্য নামানো হচ্ছিল না বলে নিশ্চিত করেছেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।