Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ দিচ্ছে জর্ডান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১০:৫৬ এএম

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে অবৈধদের সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে আম্মানের বাংলাদেশ দূতাবাস গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) এ তথ্য জানায়।

এতে বলা হয়, জর্ডানের প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১ জুনের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন শুধুমাত্র তাদের জন্য জর্ডান সরকার আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ প্রদান করেছে।

এ ক্ষেত্রে অবৈধভাবে অবস্থানকালীন সময়ের জন্য সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করতে হবে। তবে যারা জর্ডান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। সূত্র : বাসস

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জর্ডান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ