পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বিপণন ব্যবস্থা ঠিক রাখা জরুরি
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কোনো কোনো জায়গায় ওষুধ স্বল্পতা দেখা দিচ্ছে। বিশেষ করে জ্বর, সর্দি, ঠান্ডার ওষুধগুলো কখনও কখনও কম পাওয়া যাচ্ছে অনেক জায়গায়। বাজার যথেষ্ট পরিমাণ তদারকি করলেও এ সময়গুলোতে হঠাৎ এ ওষুধগুলোর স্বল্পতা দেখা দিতে পারে অধিক চাহিদার কারণেই। আবার কৃষির কথা চিন্তা করুন। কৃষিতে মাঠে ফসল ফললেও অনেক সময় কম চাহিদার কারণে সে ফসলগুলো আরতে কৃষকরা বিক্রি করতে পারছে না। কারণ, আরত বন্ধ থাকছে। এখন কোনো কৃষক যখন তার উৎপাদিত পণ্য সঠিক সময় বিক্রি করতে পারবে না, তখন সে পরবর্তিতে চাষের উৎসাহ হারাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হবে। সুতরাং মাঠে ফসল আছে এবং খাদ্যের চাহিদাও আছে; কিন্তু সঠিক সময়ে বিক্রির ব্যবস্থা না থাকার কারণে যদি খাদ্যসঙ্কট দেখা দেয় এটা অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। ওষুধ বা অন্যান্য পণ্যগুলোর ক্ষেত্রেও একই কথা। উৎপাদিত পণ্যকে গ্রাহক পর্যন্ত এই সময়ে পৌঁছাতে সুন্দর একটি ব্যবস্থাপনা প্রয়োজন। প্রয়োজনে কৃষি পণ্যকে সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতায় আড়তগুলো সকালে এক ঘণ্টা সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে। কোনো জায়গায় যাতে ওষুধের স্বল্পতা সৃষ্টি না হয় এজন্য এখনি প্রয়োজন দ্রুত ওষুধের কাঁচামালের নিশ্চয়তা প্রদান ও বাজার বিশ্লেষণ।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।