পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান
করোনাভাইরাসের বা (কোভিড-১৯)-এর কাছে পুরো পৃথিবীই আজ বিপর্যস্ত। পৃথিবীর প্রায় দু’শ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভয় এবং আতঙ্ক সবাইকে গ্রাস করেছে। উন্নত-অনুন্নত বলে কথা নেই, সব দেশের বড় বড় শহরের রাস্তাঘাট ফাঁকা। খেটে খাওয়া দিন মজুর মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। যে মানুষগুলো দিন এনে দিন খায় তাদের কষ্ট যেন দেখার কেউ নেই। অথচ পৃথিবীতে ছয় কোটি মানুষ উদ্বাস্তু আর একশত কোটি মানুষ দরিদ্র। আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই। সরকারি-বেসরকারি উদ্যোগে তাদের কাছে পৌঁছে দিতে পারি তাদের চলার মতো ন্যূনতম অনুদান।
ইমাম হোসেন,
মীরসরাই, চট্টগ্রাম
ছিন্নমূল লোকজন
ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বাড়ছে। তবুও প্রতিনিয়ত সংক্রমিত রোগী ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে সরকার বার বার সাধারণ ছুটি বাড়িয়ে সর্বসাধারণদের কঠোর সচেতনতা ও সুরক্ষায় ঘরে থাকার নির্দেশনা দিচ্ছেন। অধিকাংশ লোক নির্দেশনা মেনে ঘরে থাকলেও দেশের কয়েক লক্ষ ছিন্নমূল লোকজন আমাদের অনেকেরই চিন্তা ও পরিকল্পনার বাইরে। স্বাভাবিক সময়ে যারা বিভিন্ন স্টেশন ও ফুটপাতে দিনাতিপাত করে বর্তমান ক্রান্তিকালে তাদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যেমন জরুরি তেমনি গুরুত্বপূর্ণ তাদের থাকার বন্দোবস্ত করা। নইলে এদের কারণেই সংক্রমণ পরিস্থিতি চরম নাজুক হতে পারে। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা দরকার। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কাম্য।
মোহাম্মদ ফয়সাল
পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।