গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বাশার তালুকদার (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে মাদানী ঝিলপার নুরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি মাদারীপুর সদর উপজেলার মৃত মাজেব তালুকদারের ছেলে। পরিবার নিয়ে খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই উজ্জ্বল তালুকদারের জানান, রাতে নুরবাগ মাদানী ঝিলের মধ্যবর্তী পানির পাম্প সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন বাশার। হঠাৎ সাইফুলের লোকজন অতর্কিত তার ওপরে হামলা করে। তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।