Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৯:০১ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সীতাকুণ্ড পৌরসভার মীরেরহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ সীতাকুণ্ড পৌর এলাকার ১নং ওয়ার্ডের নুনাছড়া গ্রামের মদীন উল্লাহর ছেলে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মীরেরহাট বটতল এলাকায় ইউসুফ নামের এক যুবলীগ কর্মীকে একদল দুর্বৃত্ত কুপিয়েছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত অব্যাহত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বটতল এলাকার একটি হোটেলে সন্ধ্যায় নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এ সময় ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ইউসুফের ওপর হামলা চালায়। ইউসুফকে তারা এলোপাতারি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায়, ঘাড়ে ও পেটে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ