Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে দেড় টন বিদেশি মদ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০২ এএম

: কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের আওতাধীন হোটেল শৈবাল থেকে প্রায় দেড় টন বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। হোটেল শৈবালের কিচেন সংলগ্ন স্থানে মাটির নীচ থেকে গত রোববার ভোররাতে ১হাজার ৩৭৪ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ব্যাপার আটক করা হয়েছে শামিম নামের একজনকে। তবে হোটেল শৈবাল ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক চক্রের রাঘব বোয়ালরা বারবার থেকে যাচ্ছে অধরা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. চাঁন মিয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে বিভিন্ন ব্রান্ডের বিদেশা মদ মোট ৬৪১ বোতল (৬২৯.৭৫ লিটার) ও বিভিন্ন ব্রান্ডের বিয়ার মোট- ২২৬২ ক্যান (৭৪৬.৪৬ লিটার)সহ সর্বমোট ১হাজার ৩৭৬.২১ লিটার মদ। মদ উদ্ধারের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সৌমেন মন্ডল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ