Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলবে না সিলেটের দোকানপাট

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম

আসন্ন ঈদের বাজারে সকল দোকানপাট বন্ধ থাকবে সিলেটে। নির্ধারিত একটি বৈঠকে এমন সিদ্ধান্তে ঐক্যমত্য হয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বিকেল এ সংক্রান্ত একঠি বৈঠক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে নগরভবনে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সকল ব্যবসায়ীরা ঐক্যমত্য হয়েছেন করোনার কারণে তারা দোকানপাট খুলবেন না। এছাড়া বৈঠকে ১০ মে থেকে মার্কেট খোলার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা। কিন্তু চলমান করোনা পরিস্থিতির কারণে ফ্যাশন হাউজ, বিপণি বিতানসহ কোন মার্কেটই খুলবেন না তারা।
নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সিলেটের সকল ব্যবসায়ীরা বৈঠকে মিলিত হন। সভার শুরুতে সকল ব্যবসায়ীদের খোলামেলা আলোচনা করার সুযোগ দেয়া হয়। এতে ব্যবসায়ীরা বলেছেন, সিলেটের জনগণের স্বার্থে আসন্ন ঈদে তার দোকান বন্ধ রাখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকানপাট

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ