Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ম মানছেন না ব্যবসায়ীরা

রাজধানীর দোকানপাট-বিপণিবিতান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

রাজধানীর দোকানপাট-বিপণিবিতানগুলো সপ্তাহে একদিন অর্ধদিবস বন্ধ থাকার নিয়ম মানেন না ব্যবসায়ীরা। অনেকে আবার এই নিয়মের কথা জানেনই না। যেসব এলাকায় গতকাল সোমবার অর্ধদিবস দোকানপাট বন্ধ থাকার কথা সেসব এলাকায় যথারীতি সব দোকানপাটই ছিলো খোলা। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, অর্ধদিবস বন্ধ এমন নিয়ম আছে কিনা আমরা জানি না। তবে আমরা প্রতিদিনই দোকান খোলা রাখি। শপিংমল ও বিপণিবিতানগুলো নির্ধারিত অর্ধদিবস বন্ধের দিনেও খোলা রাখা যেন ব্যবসায়ীদের নিয়মে পরিণত হয়েছে।
অর্ধদিবস বন্ধ থাকার নির্ধারিত দিনেও ওই এলাকার সব মার্কেট ও বিপণিবিতানগুলো ছিলো খোলা। এমনকি মার্কেটের মালামাল উঠানামা করার জন্য রাস্তায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে পিকআপভ্যান, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি ও রিকশা। এতে এসব রাস্তায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন পথচারী ও দূরদুরান্তে যাতায়াতকারী লোকজন। তবে গতকাল সরকারি ছুটি থাকায় তেমনটি হয়নি।
গতকাল সোমবার অর্ধদিবস বন্ধ থাকার কথা মিরপুর বেনারসী পল্লী, পল্লবী সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট সংলগ্ন এলাকার দোকানপাট। এসব এলাকার প্রায়সব মার্কেট ও দোকানপাট ছিলো খোলা।
অথচ নিয়ম অনুযায়ী, রাজধানীতে সপ্তাহে একদিন পূর্ণ দিবস ও আরেক দিন অর্ধদিবস বন্ধ থাকবে দোকানপাট ও শপিংমল। বন্ধের দিন নির্ধারণ করার প্রস্তাবটি ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় পাস হয়। যানজট নিরসন ও বিদ্যুতের সাশ্রয়ের জন্য সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, বিপণিবিতান বন্ধের দিন নির্ধারণ করা হয়েছিল। যা মানার বালাই নেই। কিন্তু এই নিয়ম এখনো অজানা ব্যবসায়ীদের। নির্ধারিত দিনে অর্ধদিবস বন্ধ থাকার কথা থাকলেও কোন মার্কেট ও দোকান বন্ধ ছিলো না। সরেজমিনে দেখা যায়, ক্রেতারা যে যার মতো পণ্য কিনছেন। রাস্তায় গাড়ি পার্ক করে কেনাকাটা করতে দেখা গেছে। মিরপুর এলাকার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, সপ্তাহের সোমবার অর্ধদিবস বন্ধ থাকে এটা আমার জানা নেই। এই এলাকার কোথাও অর্ধদিবস বন্ধ থাকে না। সারাদিনই দোকান খোলা থাকে।
অথচ কয়েকদিন আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, মার্কেট বন্ধের দিনেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মনিটরিং চালু আছে। আমরা যেখানে এ ধরনের বিষয় দেখি সেখানেই আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই আইন প্রত্যেকের ক্ষেত্রেই কার্যকর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকানপাট-বিপণিবিতান

২২ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ