Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে ২ নভেম্বর ঢাকায় দোকানপাট বন্ধ

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে ২ নভেম্বর ঢাকায় দোকানপাট পূর্ণ দিবস বন্ধ রাখা হবে। প্যাকেজ ভ্যাটের হার কমানো, রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা এবং হাতে তৈরি পাউরুটি, বনরুটির ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার এফবিসিসিআইয়ের সভাকক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতাদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরান ঢাকা ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের পরিচালকরা এবং সভাপতি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যবসায়ী ঐক্য ফোরামের মহাসচিব ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব। এতে বলা হয়, ২৭ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘটের ঘোষণা দেয়া হবে। ৩০ অক্টোবর এফবিসিসিআইয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হবে। বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, চলতি অর্থবছরের বাজেটে প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বনরুটি, হাতে তৈরি কেক, বিস্কুট এবং ১২০ টাকা পর্যন্ত রাবারের হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে নেয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। ভ্যাট কর্মকর্তা ব্যবসাস্থলে হানা দিয়ে খাতাপত্র জব্দ করে নিয়ে যাচ্ছেন। এসব পণ্যসামগ্রীর মূল ক্রেতা হচ্ছে নিচু শ্রেণির জনগণ। ভ্যাট আরোপ করায় পণ্যের দাম বেড়ে গেছে। এতে চাহিদা কমছে। আর ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে প্যাকেজ ভ্যাটের হার বহাল রাখা হলেও সেটিকে দ্বিগুণ করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে এটি বহন করা সম্ভব নয়। পুরান ব্যবসায়ীদের ক্ষেত্রে আগের অর্থবছরের ওপর ২০ শতাংশ বাড়িয়ে এবং নতুন ব্যবসায়ীদের জন্য ১৪ হাজার টাকা প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি এনবিআরকে জানানো হয়েছিল। কিন্তু এখনো ব্যবসায়ীরা দাবির পক্ষে কোনো উদ্যোগ দেখতে পাননি। তাই বাধ্য হয়েই আবারও ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে ২ নভেম্বর ঢাকায় দোকানপাট বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ