Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসনবী শরীফ

কাব্যানুবাদ : রূহুল আমীন খান

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:০৫ এএম



২১১৫. পায়ে তোমার বিদ্ধ কাঁটা নয়নেও অন্ধ ফের
হে সন্ধানী কেমনে তুমি রাস্তা পাবে মন্যিলের।

২১১৬. এক দিকেতে জগৎজেতা অথচ সেই মানুষটার
পদতলে বিদ্ধ কাঁটা তার কোনই নেই খবর।

২১১৭. এমন লোকই তালাশ করেন খোদার হাবীব মোস্তফা
যার নিকটে যায়গো বলা গুপ্ত ভেদের সব কথা।

২১১৮. সন্ধানে তার পাগলপারা করো আমায় হোমায়রা
কদম উসিলায় যেন তাঁর পাষাণ দেহ হয় হিরা।

২১১৯. পরান নহে জড় দেহী পানি-রুটি যার খাবার
কিংবা কালের বিবর্তনে পাল্টাতে রয় স্বরূপ যার।

২১২০. প্রেমই পুলক, প্রেমেই খোশ প্রেমিক স্বয়ং, প্রেমই সার
প্রেমই প্রেমের মূল্য ও ঘুষ প্রেমই প্রেমের পুরস্কার।

২১২১. ঘুষ-রেশোয়াত খেয়ে পুলক লাভ করে ঘুষখোরের দল
ছাড়লে তাহা খোশ আর বাড়ত অণেক মণের বল।

২১২২. চিনির মিঠে নিলে মুখে যায় ফুরিয়ে এক সময়
মনের মিঠে ক্রমে বাড়ে কভু তা শেষ হবার নয়।

২১২৩. প্রেমের মিঠে ধারণ করে স্বয়ং হয়ে যাও মিঠাই
এই যে মিঠাই চিরস্থায়ী মিসরী-মিঠেয় তফাত নাই।

২১২৪. নাশোকর বান্দা বিষবৎ সর্বশরীর বিষ বোঝাই
দয়াল প্রভু তোমার সদন শোকর গোজার বান্দা চাই।

২১২৫. প্রেম-সুরা পান করে যখন খোদার হাতে বান্দা তার
যুক্তি দলিল লজিক বাহাস তার নিকটে সব অসার।

২১২৬. ন্যূন জ্ঞানী প্রেম মানে না স্বল্প বিদ্যা ভয়ংকর
মুখে কেবল ঠাটও ঠমক মূলে কেবল শূন্য সার।

২১২৭. পূর্ণ নহে, কামিল নহে জাগতিক এ আকল জ্ঞান
ঐশী জ্ঞানে না মিললে জ্ঞান সেজ্ঞান বাতিল ও শয়তান।
২১২৮. বাহ্য জ্ঞান সহায় বটে কর্মকাজে নিত্যকার
রূহানিয়াত আত্মিকতায় নেই কিছুই তার দিবার।

২১২৯. লাভ কিছুই হয়না আকল স্বেচ্ছাতে না করলে লীন
অবশেষে অনিচ্ছাতে ত্যাগ করিতে হয় এক দিন।

২১৩০. কামিল রূহের বাহক কামিল কামিল তাহার সুর ও তান
বিশ্বনবী হুকুম দিলেন ওহে বিলাল দাও আযান।

২১৩১. মোস্তফা কন বিলাল তুমি উচ্চ কর মধুর স্বর
আমার ফয়েয ধন্য যে স্বর সে স্বর মনোমুগ্ধকর।

২১৩২. বেলাল তুমি ফুলের গাছে জীবন-জাগরণ ঘটাও
বুলবুলিদের মত সুরের মূর্ছনাতে প্রাণ লুটাও।

২১৩৩. যে সুর ধ্বনি শুনে আদম হারিয়ে ফেলেন হুশ ও জ্ঞান
হলেন বিভোর আকাশবাসী সেই সুরেতে দাও আযান।



 

Show all comments
  • মাহমুদুল মান্নান তারিফ ১৩ জুন, ২০২১, ১২:২৯ এএম says : 0
    কাবার পানে (সঙ্গীত) মাহমুদুল মান্নান তারিফ কাবার পানে থাকতে চেয়ে ইচ্ছে আমার হয়, কাবার দিদার ছাড়া আমার কিসের পরিচয়? বাইতে পারে হৃদয় মাঝি ভালোবাসার দাঁড়, চাইলে কি আর যাইতে পারে সাত সাগরের পাড়? হৃদয় আমার ব্যাকুল যে গো কেমনে বলো সয়, নবীর দেশে নাইবা গেলে আশার হবে ক্ষয়। কেবল শুনি মনের মতন আল্লাহ পাকের ঘর, তাওয়াফ করলে শীতল হতো মনের বালুচর। একবার হলে দেখতে পারতাম ওগো দয়াময়, মরণকালে আশা নিয়ে কবর করতাম জয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসনবী-শরীফ

৮ মে, ২০২০
২৩ এপ্রিল, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ