বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বস্তা ফেলে ট্রাক থামিয়ে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ব্রীজের কাছে।
আটককৃতরা হল উপজেলার রশিদ দেওহাটা গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক (২৬) ফজল হকের ছেলে সবির হোসেন (২৮) এবং মীর দেওহাটা চরপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মনির হোসেন (৩০)।
পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে রাত তিনটার দিকে আটককৃতরা বস্তা ফেলে ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করে। পরে হাইওয়ে পুলিশ ছিনতাইকারীদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, আটককৃতদের নামে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে। বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।