পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস আগামী ২০ মে’র মধ্যে প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, ‘ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সুদৃষ্টি এবং প্রচেষ্টায় নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে জেনে আনন্দিত হলাম এবং সেজন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি’।
নেতৃবৃন্দ বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সাধারণ ছুটি চলছে, এ ছুটির প্রভাবে দেশের বেসরকারী স্কুল কলেজ ও মাদরাসার অধিকাংশ শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বেশিরভাগ মানুষই প্রধানত খাদ্য এবং অর্থ সঙ্কটে ভুগছেন। তদুপরি পবিত্র ঈদুল ফিতর সমাগত বিধায় সকলের মাঝেই হতাশা বিরাজমান। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টায় চলমান মাসের ২০ তারিখের মধ্যে দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস প্রদানের জন্য অনুরোধ করছি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।