Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষ আহত ৬, আটক ৭

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৬:৫৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে সোমবার সন্ধ্যার্য় বাড়ির জমিজমাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ছয়জন। সংঘর্ষে আহতদের মধ্যে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন গ্রুপের নজরুল শেখকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ শিক্ষক শাহিনুর রহমান গ্রুপের নুরু মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার ভোরে এ ঘটনায় উভয়পক্ষের সাতজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো শাহিনুর রহমান গ্রুপের প্রফেসর আবুল কালাম আজাদ (৬০), বাবু শেখ (৩০), সজিব মাহমুদ (১৪), ইয়াসিন শেখ (১৪), আলাউদ্দিন গ্রুপের জাকারিয়া (২৩), রেজাউল করিম (৫৫), সাকিবুল হাসান (২৫)। আটককৃতদের মঙ্গলবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, বেলজানী গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত এবং নিয়মিত মামলার আসামিসহ সাতজনকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানায় এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • মোঃ ফজলে এলাহী জুয়েল ৮ মে, ২০২০, ৩:৪১ পিএম says : 0
    আমরা এলাকার শান্তি চাই। সাধারণ মানুষ সবসময় ভীতি ও আতঙ্ক গ্রস্থ থাকে। প্রশাসনের কাছে অনুরোধ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করূন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ