মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে দক্ষিণ চীন সমুদ্র থেকে এ সপ্তাহে বিতাড়িত করার দাবি করেছে চীন। দেশটির সেনাবাহিনী জানায়, ‘ইউএসএস ব্যারি’ নামক ওই জাহাজটি গত সপ্তাহে অবৈধভাবে চীনের ঝিশা পানি সীমায় ঢুকে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চীনা সেনাবাহিনীর মুখপাত্র লি হুয়ামিন এক বিবৃতিতে বলেন, ‘চীনের দক্ষিণাঞ্চলীয় থিয়েটার সেনা কমান্ড (চীনের নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত দল যারা ওই অঞ্চলে আমেরিকান জাহাজ মনিটরিং ও চিহ্নিত করার কাজে নিয়োজিত) যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একটি জাহাজ দেখতে পায় এবং সেটিকে সতর্ক করে ও বিতাড়িত করে।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের উসকানিমুলক আচরণ আন্তর্জাতিক আইন ও নিয়ম-নীতি লংঘন করছে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ব্যাপকভাবে লংঘন করছে। কৃত্রিমভাবে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।