Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপে যুদ্ধজাহাজ পাঠালো ভারত

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত মহাসাগরে চীনকে চাপে রাখতে মালদ্বীপে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত। ‘আইএনএস-বিক্রমাদিত্য’-এর সঙ্গে পাঠানো হয়েছে ডেস্ট্রয়ার ‘আইএনএস-মাইসোর’ ও একটি ট্যাঙ্কার ‘আইএনএস-দীপক’ও। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা দখলের পর কিছু দিন ধরে ভারত মহাসাগরেও তার কর্তৃত্ব বাড়াতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। ভারত মহাসাগর এলাকার দেশগুলোর ওপর তার কর্তৃত্ব বজায় রাখতে কয়েক মাস আগেই পাকিস্তানের গাওয়াদার ও শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে পৌছে গিয়েছে চীনা যুদ্ধজাহাজ। তারই প্রেক্ষিতে ভারতের এই সামরিক পদক্ষেপ বলে ভারতীয় নৌবহিনীর এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন। তার কথায়, ভারতের এই পদক্ষেপ আদতে ‘প্রজেক্ট মৌসুম’-এর অঙ্গ। আর ভারত মহাসাগর এলাকায় উত্তরোত্তর বেড়ে চলা চীনা খবরদারির ওপর নজর রাখার জন্য মালদ্বীপের ভৌগোলিক তাৎপর্য অনেক বেশি। গত মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে মালদ্বীপে গিয়েছিলেন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এসময় মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম গত সপ্তাহে জানান, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সঙ্গে আবার নতুন করে আলাপ-আলোচনা শুরু করবে মালদ্বীপ। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপে যুদ্ধজাহাজ পাঠালো ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ