Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আইসেন আওয়ার ভূমধ্যসাগরে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে ঢুকে পড়েছে আমেরিকার দ্বিতীয় বিমানবাহী জাহাজ ইউএসএস আইসেন আওয়ার। গত সোমবার বিকালে কয়েকটি ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমানের নেতৃত্ব দিয়ে এটি ভূমধ্যসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যখন এই অঞ্চলে রাশিয়ার নৌবাহিনীর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তখন ইউএসএস আইসেন আওয়ার সেখানে প্রবেশ করল। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এ ট্রুম্যানকে সরিয়ে নেয়ার পর এটি ওই অঞ্চলে প্রবেশ করে। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, বিশ্বজুড়ে নৌচলাচলে কথিত নিরাপত্তায় নিয়োজিত তাদের বাহিনীকে পর্যায়ক্রমে মোতায়েনের অংশ হিসেবে আইসেন আওয়ারকে মোতায়েন করা হয়েছে। আইসেন আওয়ারের সঙ্গে দুটি গাইডেড ক্রুজ মিসাইলবাহী ক্রুজার, চারটি গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার এবং ৯ স্কোয়াড্রন বিমান রয়েছে। পূর্ব ইউরোপ এবং তুরস্কে যখন ন্যাটোর সামরিক মহড়া চলছে, তখন আইসেন আওয়ারকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হলো। এতে রাশিয়ার সঙ্গে বিরাজমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা সামরিক বিশেষজ্ঞদের। এর আগে অপর এক খবরে বলা হয়, রাশিয়াকে পেশী শক্তি দেখানোর জন্য পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করে। ওয়াশিংটনের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, রাশিয়াকে সামাল দেয়ার জন্য মার্কিন নির্মিত বিমানবাহী যুদ্ধবিমান ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে। ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য পারস্য উপসাগর থেকে সরিয়ে আনা হয়েছে ট্রুম্যানকে। আর এর মধ্য দিয়ে মার্কিন সক্ষমতা ফুটে উঠেছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন বিমানবাহী এ রণতরীর কমান্ডার রিয়ার এডমিরাল ব্রেট বাটচেলডার। গত নভেম্বর হতে ট্রুম্যান থেকে ইরাক ও সিরিয়ায় দায়েশ অবস্থানের ওপর অনেক বিমান হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়া সংকটকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে ১০ থেকে ১৫টি যুদ্ধজাহাজের বহর মোতায়েন রেখেছে রাশিয়া। গত তিন বছর ধরে এ বহর সেখানে মোতায়েন রয়েছে। রয়টার্স, বিবিসি, পার্টসটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আইসেন আওয়ার ভূমধ্যসাগরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ