বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনার দুর্গাপুরে রবিবার সোমেশ্বরী নদীর আত্রাখালী ঘাটে গোসল করতে নেমে স্বপন চন্দ্র সরকার (৫৫) নামক এক আর্টিস্ট নিখোঁজ হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার উত্তরপাড়া এলাকার মৃত কুমুদ চন্দ্র সরকারের পুত্র, স্বপন আর্ট নামক প্রতিষ্ঠানের সত্বাধিকারী শ্রী স্বপন চন্দ্র সরকার (৫৫) প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ১০টার দিকে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। তার সাথে নদীতে গোসল করতে নামা প্রতিবেশীরা তাকে পাড়ে উঠে আসতে না দেখে ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের একটি টিম দুই ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ স্বপনের কোন সন্ধান পাননি। ফায়ার সার্ভিস টিমের ধারণা, সোমেশ্বরী নদীর যত্রতত্র স্থানে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালূ উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়। ওইসব গভীর গর্তের চোরাবালিতে পড়ে স্বপন হয়তো মারা যাওয়ায় সহজে লাশ পাওয়া যাচ্ছে না।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। ময়মনসিংহের ডুবুরী দল বেলা ১টার দিকে সোমেশ্বরী নদীতে নেমে নিখোঁজ স্বপনের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও নিখোঁজ স্বপনের সন্ধান কিংবা লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরী দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।