মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসে রাশিয়ায় একই দিনে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটি জানায়, গত ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৯,৬২৩ জন। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২৪ হাজার জনে। এর মধ্যে বেশিরভাগই রাজধানী মস্কোতে। তবে এখনো সেখানে পুরোপুরি লকডাউন ঘোষিত হয়নি। শহরটির মেয়র জানিয়েছেন, তিনি অবস্থা বিবেচনায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, রাশিয়ায় কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন ১,২২২ জন।
গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৫৭ জন। রাশিয়ায় গত মার্চের মাঝামাঝি সময় থেকে ঢিলেঢালাভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে যারা কুকুর পালেন তারা কুকুরকে হাটাতে বাইরে যেতে পারবেন। এছাড়া, বিশেষ অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ দেশটিতে।
ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় দীর্ঘদিন ভালো অবস্থায় ছিল রাশিয়া। তবে এখন সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করেছে সেখানে। এমন অবস্থায় আগামি ১১ মে পর্যন্ত সকল অফিস আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তেই এটি করা হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।