Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুনির লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রয় হজসনের বিদায়ের পর কানাঘুষো হচ্ছিল ইংল্যান্ড দলে ওয়েন রুনির অধিনায়কত্ব নিয়ে। কিন্তু সবাইকে চমকে দিয়ে নতুন কোচ স্যাম অ্যালারডাইস অধিনায়ক হিসেবে রুনিকেই বহাল রাখেন। এরপর এই প্রথম রুনির সংবাদ সম্মেলনে আসা। এসেই সবাইকে চমকে দিলেন। রাশিয়া বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন বলে জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
৩০ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘রাশিয়া বিশ্বকাপই সঠিক সময় হবে আন্তর্জাতিক ফুটবলকে আমার বিদায় জানানোর। আমি এটা মনস্থির করে ফেলেছি।’ দেশের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘আমি জানি কিছু করে দেখানোর জন্য রাশিয়া বিশ্বকাপই আমার শেষ সুযোগ। সুতরাং আমি চেষ্টা করছি এই দুই বছর খেলাটাকে উপভোগ করতে এবং আশা করছি ততদিনে ইংল্যান্ডের হয়ে নিজেকে অনেক উঁচুতে নিতে পারব।’
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় গোলরক্ষক পিটার শিলটন, ১২৫টি। তবে ১১৫ ম্যাচে ৫৩ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা রুনি। রবিবার ¯েøাভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামলে ডেভিড বেকহ্যামকে (১১৫ ম্যাচ) টপকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুনির লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ