মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত দেশ লিথুয়ানিয়া ও পোল্যান্ড সীমান্তে কালিনিনগ্রাদে পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কালিনিনগ্রাদ রাশিয়ার একটি ছিটমহল যা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তীতে অবস্থান করছে। ইসকান্দার নামের এ মিসাইল ব্যবস্থা ৭০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। এ হিসেবে কালিনিনগ্রাদ থেকে রাশিয়া জার্মানির বার্লিন শহরে মিসাইল নিক্ষেপ করতে পারবে খুব সহজেই। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম বলে জানানো হয়েছে। গত শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মিসাইল মোতায়েন সামরিক প্রশিক্ষণের অংশ। এর আগেও এভাবে মিসাইল মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ ন্যাটোর প্রতি রাশিয়ার বৈরিতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।