Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু বোমার ধকল সহনীয় বাঙ্কার নির্মাণ করছে রাশিয়া

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরমাণু বোমার ধকল সহনীয় উপযোগী করে গোপন বাঙ্কার নির্মাণ করছে রাশিয়া। ওয়েবসাইট ওয়াশিংটন ফ্রি বিকন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করে বলেছে, সারা দেশে পরমাণু যুদ্ধ পরিচালনার উপযোগী করে অনেক ভূগর্ভস্থ কমান্ড সেন্টারও তৈরি করছে রাশিয়ার সামরিক বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্যদিয়ে রাশিয়ার পরমাণু যুদ্ধপ্রস্তুতির গোপন তথ্য প্রকাশ করে দিল মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বর্তমানে পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার খাতে রাশিয়া শত শত কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করছে। মার্কিন জেনারেল কার্টিস স্ক্যাপাররোটি সম্প্রতি বলেছেন, এটি পরিষ্কার হয়ে উঠেছে যে রাশিয়া তার কৌশলগত বাহিনীকে আধুনিকীকরণ করছে। এ ছাড়া তিনি আরো দাবি করেন, রুশ সামরিক ডকট্রিনে বলা হয়েছে, প্রচলিত যুদ্ধেও কৌশলগত অস্ত্র ব্যবহার করা যাবে। অবশ্য কয়েক বছর আগে থেকেই বাঙ্কার তৈরির কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে রাশিয়া। রাশিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং বাঙ্কার নির্মাণের এ সব কর্মসূচির ভিত্তিতে সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে বড় আকারের পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি। ওয়াশিংটন ফ্রি বিকন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু বোমার ধকল সহনীয় বাঙ্কার নির্মাণ করছে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ