পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় অধ্যাপক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খান।
এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন আমার শিক্ষক, গুরুজন। স্বাধীনতার পর দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো উন্নয়ন হয়েছে তার সবগুলোতেই অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী যুক্ত ছিলেন। তাঁর দেখানো পথে ও মূল্যবান পরামর্শে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আজ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এলজিইডি এজন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। প্রধান প্রকৌশলী বলেন, জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে দেশের অপুরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে এলজিইডি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ভোররাতে ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
খেলাফত মজলিস নেতার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার উপদেষ্টা ও জামেয়া লুৎফিয়া হামিদনগর মৌলভাবাজার এর শায়খুল হাদীস আল্লামা আবদুল মুমিত ঢেউপাশী (৭০) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ শত শত ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা আবদুল মুমিত ঢেউপাশী একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন। দ্বীনের প্রচার-প্রসার ও ইলমে নববীর বিস্তারে তিনি অগ্রনী ভ‚মিকা পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।