Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এমব্রায়েরের সঙ্গে ৪.২ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করলো বোয়িং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১১:৪১ এএম

ব্রাজিলের এমব্রায়েরের সঙ্গে ৪.২ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল মার্কিন বিমান তৈরি কোম্পানি বোয়িং।ছোট বিমান তৈরি ও এমব্রায়েরকে সস্তায় বিমান বাজার ধরতে কৌশলগত এ চুক্তি করেছিল বোয়িং।-এএফপি, আরটি, স্পুটনিক
এমব্রায়ের বিষয়টিকে ভালভাবে না নিয়ে বলেছে এটি ভুল সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণ আদায়ে বোয়িং’এর বিরুদ্ধে প্রয়োজনে আইনগত লড়াই চালিয়ে যাওয়া হবে।
এমব্রায়ের এও অভিযোগ করছে যে, তাকে ৪.২ বিলিয়ন ডলার দেয়ার যে চুক্তিগত বাধ্যবাধকতা রয়েছে, তা এড়িয়ে যাওয়ার জন্যেই বোয়িং এধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান দুর্ঘটনায় বোয়িং’এর কম করে ক্ষতি হয়েছে ১৮.৭ বিলিয়ন ডলার। এরপর করোনাভাইরাসের ধাক্কায় লেঅফ এবং বিমান তৈরি কোম্পানি হিসেবে বোয়িংয়ের আভিজাত্য চুরমার হয়ে যাচ্ছে।
চুক্তি দেখভালকারী হিসেবে বোয়িং কর্মকর্তা মার্ক এ্যালেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, উৎপাদনশীলতায় টিকে থাকলেও তার কোম্পানির পক্ষে আর অসফল দরকষাকষি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
যৌথভাবে বিমান তৈরির চুক্তিতে ৮০ শতাংশ মালিকানা ছিল বোয়িং-এর এবং বাকি ২০ শতাংশ ছিল এমব্রায়েরের। এমব্রায়েরের সঙ্গে চুক্তির প্রস্তুতি সম্পন্ন করতে বোয়িং সময় নিয়েছিল দুই বছর। গত বছরের ফেব্রুয়ারিতে বোয়িং ব্রাজিল-কমার্শিয়াল নামে এ যৌথ উদ্যোগ যাত্রা শুরু করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়িং

২৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ