Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বের সবচেয়ে বড় দ্বৈত ইঞ্জিনের বিমান উড়লো আকাশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১:২৮ পিএম

বিশ্বের সর্ব বৃহৎ দ্বৈত ইঞ্জিনের বিমানের সফল পরীক্ষা চালিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বিমানটির নাম দেয়া হয়েছে বোয়িং ৭৭৭ এক্স। গতবছর ইঞ্জিন বিকল হয়ে বোয়িং ম্যাক্স ৭৩৭ বিমান বিধ্বস্তের পর দ্বৈত ইঞ্জিনের বিমান বানানোর সিদ্ধান্ত নেয় বোয়িং।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সিয়াটোল শহর থেকে উড্ডয়নের পর প্রায় ৪ ঘণ্টা আকাশে উড়ে বোয়িং-৭৭৭এক্স বিমানটি। বিমানটিকে আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। জানা গেছে, বিশ্বের সর্ব বৃহৎ দ্বৈত ইঞ্জিনের বিমানটি ৩৬০ জন যাত্রী ধারণ করতে পারবে। বিমানটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার এবং ইতিমধ্যে ৩০৯টি বিমান বিক্রি হয়েছে।
এই বিষয়ে ৭৭৭এক্স বিমানের বিপণন পরিচালক উয়েন্ডি সোয়ার্স বলেন, আমরা কোম্পানি হিসেবে যে দুর্দান্ত কাজ করতে পারি সেটিরই প্রতিনিধিত্ব করে এই বিমান।
বেশ কয়েকটি বিধ্বস্তের ঘটনায় বেশ সমালোচিত ছিল বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। কোম্পানিটির ৭৩৭ মডেলে বিমানটি ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের অক্টোবরে বিধ্বস্ত হয়। এছাড়া ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ায় একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। মূলত একটি ইঞ্জিল বিকল হলেও আরেকটি ইঞ্জিন দিয়ে চলতে পারবে দ্বৈত ইঞ্জিনের বিমান। তাই ধারণা করা হচ্ছে, এতে হ্রাস পাবে বিমান দুর্ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়িং

২৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ