Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : মার্কিন বহুজাতিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং করপোরেশন এ বছর ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে, সে সংখ্যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চলতি বছর মোট আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে এবং কোম্পানির বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগ থেকেই এ-সংখ্যক কর্মী ছাঁটাই করবে বোয়িং। এর আগে গত বুধবার একই বিভাগ থেকে আরো কম সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কথা জানা গিয়েছিল। খবর রয়টার্স। কোম্পানিটি প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হ্রাস এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে বিক্রি যুদ্ধে সহায়তার জন্য এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বোয়িং বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগ থেকে চার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এছাড়া উড্ডয়ন ও গবেষণাগার পরীক্ষা পরিচালন ইউনিট থেকে আরো ৫৫০ কর্মী ছাঁটাই করার কথা বলা হয়েছিল। তবে গতকাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসংস্থান কমানোর ক্ষেত্রে কোম্পানির প্রধান লক্ষ্য বাণিজ্যিক উড়োজাহাজ ইউনিট থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা। বর্তমানে বোয়িংয়ের এ ইউনিটে প্রায় ৮০ হাজার কর্মী রয়েছে। এদিকে বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, কর্মসংস্থান কমানোর ক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। এছাড়া আট হাজার কর্মী ছাঁটাই একটি অনুমেয় সংখ্যা বলে প্রতিষ্ঠানটি জানায়। কোম্পানি সামগ্রিকভাবে যত বেশি ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, কর্মসংস্থানের ওপর ততটাই কম প্রভাব পড়বে বলে বোয়িংয়ের মুখপাত্র ডাগ এলডার জানান। কোম্পানিটি আরো জানায়, শিকাগোভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা ধরে রাখার জন্য ব্যয়সংকোচনের অংশ হিসেবে কর্মী ছাঁটাই করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ