Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীতে ঝাঁপিয়ে পড়ল বোয়িং ৭৩৭

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

একটি মার্কিন বিমান ফ্লোরিডায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সেন্ট জোনস নদীতে পড়ে গেছে। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৩ জন আরোহী ছিল। এই ঘটনায় আহত হয়েছেন ২১ আরোহী। জ্যাকসনভিলে শহরের মেয়র লেনি কারি জানিয়েছেন শুক্রবার রাতের এই ঘটনায় বিমানের সব আরোহী বেঁচে আছেন। শহরের শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিমানটির মধ্যে পানি ঢুকে পড়লেও তা ডুবে যায়নি। কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় অ্যাভিয়েশন প্রশাসনের সাবেক এক পরিদর্শক ডেভিড সোসি জানিয়েছেন দুর্ঘটনা কবলিত বিমানটি একটি ভাড়া করা বিমান ছিল বলে মনে করা হচ্ছে। জ্যাকসনভিলে বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের সময় বিমানটি নদীতে ছিটকে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটিতে অবতরণের চেষ্টার সময় পিছলে গিয়ে নদীতে পড়ে যায় বিমানটি। সিএনএন।



 

Show all comments
  • Abdul Aziz ৫ মে, ২০১৯, ১০:২৩ এএম says : 0
    শিরোনামে এভাবে বলেন কেন--?? মনে হয় বেশি গরম পরছিল।
    Total Reply(0) Reply
  • নাসির ৫ মে, ২০১৯, ১০:২৩ এএম says : 0
    আবেগে গোছল করতে গেছে। বোয়িং বলে কি সাতার কাটতে নিষেধ আছে নি--?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়িং ৭৩৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ