বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কুলিযারচর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চালসহ মিল মালিক আব্দুর রহিমকে (৫২) আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে উপজেলার ডুমরাকান্দা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহিম পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাবো উপজেলার লোহজরিকান্দা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার ডুমরাকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিল মালিক আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল ও ১৩টি ভুয়া কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় চালের ডিলার সাইফুল ইসলাম রতনের গোডাউন সিলগালা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।