Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের নালিতাবাড়ীতে ননদের হাতে ভাবী খুন, দুই ননদ আটক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৩৮ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ননদের হামলায় খুন হয়েছেন নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধু। নাছিমা উপজেলার নামাছিটপাড়া এলাকার বুলবুলের স্ত্রী।

পুলিশ সূত্রে জানাযায়, নালিতাবাড়ী উপজেলার নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার তিন কন্যার মাঝে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে ঝগড়া বাধে। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান এবং ভাই বুলবুল ও তার স্ত্রী সবাই ঝগড়ায় লিপ্ত হয়। এসময় বুলবুলের বোনেরা তার স্ত্রী নাছিমার উপর হামলা করে মাইরপিট করলে মারাত্মকভাবে আহত হয় । পরে গুরুতর অবস্থায় নাছিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ প্রেরণ করা হলে পথিমধ্যে নকলা এলাকায় গিয়ে নাছিমার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থল পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ