Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসক-নার্স মারা গেলে শহীদের মর্যাদা, ক্ষতিপূরণ ৫০ লাখ টাকা উড়িষ্যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ভারতের উড়িষ্যা রাজ্যে সেবা দিতে গিয়ে করোনায় কোনো চিকিৎসক, নার্স মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেয়া হবে। সেইসঙ্গে ক্ষতিপ‚রণ হিসেবে মৃতের পরিবারকে দেয়া হবে ৫০ লাখ টাকা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এই তথ্য দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতে এই প্রথম কোনও রাজ্য চিকিৎসক ও নার্সদের এত বড় সম্মান দেয়ার ঘোষণা দেয়া হলো। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের প্রতি যদি কোনও দুর্ব্যবহার করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, করোনা সংক্রমণের আতঙ্কে বহু এলাকায় চিকিৎসক ও নার্সের ওপর মারধরের অভিযোগ এসেছে। খবরে বলা হয়, যুদ্ধে দেশের জন্য যারা প্রাণ
দেন তাদের দেশ শহীদের সম্মান দেয়। করোনার বিরুদ্ধে যেসব চিকিৎসক ও নার্স কাজ করছেন, তাও একপ্রকার যুদ্ধে শামিল
হওয়া। কারণ, শত্রু করোনার সঙ্গে লড়াইয়ে তাদের নিজেদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে
চলে আসছেন না কোনও চিকিৎসক। তারা সবাই লড়ছেন এবং অনেকেই সুস্থ করে তুলছেন। এ মুহ‚র্তে করোনা যুদ্ধে সাধারণের ভরসা তো ডাক্তার-নার্সরাই। তাই তাদের জন্য এই সম্মান জানানো হলো। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ