মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনো এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’ তিনি মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন এলাকা গাড়িতে করে ঘুরে দেখেন এবং গাড়িতে বসেই মাইক্রোফোন হাতে নিতে মানুষজনকে লকডাউন মেনে চলাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই, যদি আপনারা ঠিকমত চলে পারেন। আমরা লকডাউন করতে বাধ্য হয়েছি কারণ কেন্দ্রীয় সরকার আমাদের লকডাউন করতে বলেছে। আমরা সেটা করছি। কিন্তু মনে রাখবেন বাংলায় এখনো কতগুলো ছোট ছোট বাজার খোলা আছে, কিছু মুদি দোকান খোলা আছে যাতে মানুষের সাধারণ সামগ্রী পেতে অসুবিধা না হয়। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।