Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

অসহায়দের জন্য এ পথে কিছু আসে না
আজ বাংলাদেশের প্রায় সকল কর্মক্ষেত্র বন্ধ। এমতাবস্থায় খেটে খাওয়া মানুষগুলোর করুণ অবস্থা। গরিব, অভাবী আর অসহায় মানুষদের জন্যে সরকার ত্রাণ দিচ্ছে এবং বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এ ত্রাণ কি আসলে সব জায়গায় পৌঁছাচ্ছে? না পৌঁছাচ্ছে না। আমরা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। আমরা এই মহামারীতে সরকারি কোনো ত্রাণের মুখ আজও দেখতে পাইনি। আগে যেরকম দশ টাকা কেজি চাল আসত এখনও সেই রকমই আসে। কিন্তু সেটা আবার নির্দিষ্ট ব্যক্তিবর্গের জন্যে। আগে যারা পেত, এখনও তারাই পায়। অনেক স্বাবলম্বী পরিবার আজ অসহায়ের মুখে ঢেলে পড়েছে। তাদের মুখে অসহায়ের ছাপ আর চোখের পানি ফেলানো ছাড়া পরিবারের জন্যে কিছুই করতে পারছে না। অধীর আগ্রহে পথের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই বুঝি সরকার ত্রাণ পাঠাবে। আমরা স্ত্রী-পুত্র, ছেলে-মেয়ে, পরিবার নিয়ে কিছু খেয়ে দিন পার করব। কিন্তু এ পথে কিছু আসে না। প্রশাসনের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গ্রামের এই অভাবী, অসহায় মানুষদের জন্যে এ পথে যেন কিছু আসে। এ পথে চেয়ে থেকে কাউকে যেন আর নিরাশ না হতে হয়।
মো. মেহেদী হাসান
বেলকুচি, সিরাজগঞ্জ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন