মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিভি ও বলিউড অভিনেতা এবং সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খানকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ফেসবুকে একটি লাইভ সেশনে আপত্তিকর মন্তব্য করার পর এজাজকে মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে তলব করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
মুম্বাই পুলিশ জানায়, এজাজকে ভারতীয় দÐবিধিসহ আরও কয়েকটি ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রæতা বৃদ্ধির প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে।
গত বছরের জুলাই মাসেও এজাজ গ্রেফতার হয়েছিলেন। তখনও তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ ছিল। এর আগেও ২০১৮ সালের অক্টোবরে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার কারণে গ্রেফতার হয়েছিলেন এজাজ খান।
বালাজি টেলিফিল্মসের সিরিয়াল ‘কাব্যাঞ্জলি’ ও ‘কিয়া হোগা নিম্মো কা’য় প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এজাজ খান। এছাড়াও অনেক টিভি সিরিজে দর্শকপ্রিয় মুখ তিনি। টিভির পাশাপাশি তিনি সিনেমাতেও অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।