মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে উস্কানিম‚লক নীতি পরিহার করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ আহবান জানিয়েছে। সম্ভাব্য বাইডেন সরকারের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করার লক্ষ্যে পিয়ংইয়ং উস্কানিম‚লক নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সিউল এ আহবান জানাল। উত্তর কোরিয়া সম্প্রতি তার নয়া কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপকে ‘মারাত্মক উস্কানি’ বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের ‘উস্কানি’ বন্ধ করা উচিত। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ব্যাপারে এখনো উত্তর কোরিয়া কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন রাজনৈতিক পরিস্থিতির প্রতি গভীর নজর রেখেছে পিয়ংইয়ং। রয়টার্স, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।