Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভকারীরা মিডিয়ার উস্কানিতে প্রভাবিত হচ্ছে : ট্রাম্প

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে বিক্ষুব্ধ জনতা। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের জন্য নিন্দিত ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে নারাজ। এর মধ্যে একটি অঙ্গরাজ্যে গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনার সাথে ট্রাম্পের নির্বাচন বিজয়ের সংযোগ থাকার আশংকা প্রকাশ করেছেন অনেকেই। এ অবস্থায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে একটি বিতর্কিত টুইট করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে বিক্ষোভকারীদের পেশাদার বলে উল্লেখ করে তারা মিডিয়ার মাধ্যমে প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। তার বিরুদ্ধে মার্কিনিদের ক্ষুব্ধ করে তোলার পেছনে গণমাধ্যমের হাত রয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি আরো লিখেন, আমরা সফলভাবে একটি প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করেছি। তবে গণমাধ্যমের দ্বারা অনুপ্রাণিত পেশাদার বিক্ষোভকারীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটি আদৌ যথাযথ নয়। এটি খুবই অন্যায় কর্মকা-। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মেনে না নিয়ে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছেন মার্কিনিরা। স্থাানীয় সময় গত বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন, নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়জয়কার নাগরিক অধিকারের প্রতি এক বড় আঘাত।
এদিকে, দেশটির পূর্বাঞ্চলের বিক্ষোভকারীরা ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। আর পশ্চিমাঞ্চলের প্রতিবাদকারীরা লস অ্যাঞ্জেলেস, স্যান ফ্র্যান্সিসকো, অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া মিলিত হচ্ছেন। অন্যদিকে ডেনভারে হাজারো লোকের ট্রাম্পবিরোধী র‌্যালি ছিল নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে বড় কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীদের অনেকের হাতে কোনো ঘৃণা নয়, কোনো ভয় নয়, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগতম এবং ট্রাম্পের অপসারণ চাই লেখা ব্যানার-ফেস্টুন দেখা গেছে। টুইটের মাধ্যমে নির্বাচিত হবার পর থেকে তুলনামূলকভাবে শান্ত থাকা ট্রাম্প আবার আগের মেজাজে ফিরে গেছেন বলে অনেকেই মনে করছেন। ওদিকে, টুইটটি করার ৯ মিনিট আগেই আরেকটি টুইটটে ট্রাম্প বারাক ওবামাকে একজন মজার মানুষ বলে উল্লেখ করেন। আরটি, ইউএস টুডে, এমএসএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভকারীরা মিডিয়ার উস্কানিতে প্রভাবিত হচ্ছে : ট্রাম্প
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ