পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
মেসভাড়া মওকুফ করুন
বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী টিউশন সুবিধার জন্য মেসে থাকে যাতে করে পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পারে কিংবা নিজের সকল প্রয়োজন নিজে মেটাতে পারে। করোনার প্রভাবে এখন সবকিছুই বন্ধ। অর্থনৈতিক সংকটে এখন এদের অনেকের পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। অন্যদিকে মেস মালিকরা ফোন করে মেসভাড়া পরিশোধ করার চাপ দিচ্ছে। বিকাশে খরচসহ মেসভাড়া পরিশোধ করার তাগিদ দিচ্ছে বারবার। এ যেন মড়ার উপর খারার ঘা। জেলা বা বিভাগীয় পর্যায়ের মেস মালিকরা এতোটা গরিব নয় যে মেসভাড়া ছাড়া তাদের সংসার চলবে না। এই দুর্যোগকালীন মুহূর্তে মেস মালিকদের মানবিক হওয়ার অনুরোধ করছি। এমন পরিস্থিতে অন্তত এক মাসের ভাড়া মওকুফ করে আপনারা উদারতা দেখাতে পারেন। এটা না পারলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভাড়াটা নিন। তার আগে জোর প্রয়োগ না করার জন্য বিনীত অনুরোধ করছি।
মো. মোমিন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।