Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওএমএস ডিলার সহ ৪ জন আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:৪৯ পিএম

পটুয়াখালী সদর উপজেলাধীন ৬নং জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী বাজার সংলগ্ন ওএমএস ডিলার জৈনকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ৩০ কেজির ৩বস্তা সরকারি চাল একুশশত টাকায় বাহিরে বিক্রি করায় ডিলার সহ ৪জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানাযায়, ওএমএস ডিলার মোঃ ইব্রাহীম ওএমএস কার্ডধারী ৯নং ওয়ার্ডের কালাম খানকে ১৫এপ্রিল বুধবার কার্ডের মাধ্যমে ৩০০টাকার বিনিময়ে ৩০ কেজির ১বস্তা চাল প্রদান করেন এবং শুক্রবার এই একই ব্যক্তির কাছে ৭০০টাকার বিনিময়ে ৩০ কেজির ১বস্তা চাল বিক্রি করেন এছাড়া ওএমএস কার্ড বিহীন ৯নং ওয়ার্ডের মোঃ সোহাগ মুন্সির কাছে বৃহষ্পতিবার ৩০ কেজির ২বস্তা চাল ১৪০০ টাকার বিনিময়ে বিক্রি করেন। বিষয়টি এলাকার লোকজন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী ও পুলিশ প্রশাসনকে জানালে তারা ঘটনাস্থালে এসে বিষয়ের সত্যতা পেয়ে ওএমএস ডিলার মোঃ ইব্রাহীম, ডিলারের সহযোগি মোঃ জাকির হোসেন ছানা, চাল ক্রেতা কালাম খান ও সোহাগ মুন্সিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম ও জৈনকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফিরোজ আলম বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ,তিনি বলেন,লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ