বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে খেয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে আন্তর্জাতিক পিলার নং ১০৬৯ এর নিকটবর্তী বিক্রিবিল তিন রাস্তার মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্ল্যাসী করে ৮৩ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটককৃত যুবকের নাম মো: বায়েজিদ হাসান (২৯)। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া কুমারকান্তি গ্রামের মো: সিরাজুল হকের ছেলে।
এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম আজাদ জানান, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে আমরা সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে ইয়াবাসহ ঐ যুবককে আটক করা হয়। আটককৃত আসামীকে ইয়াবাসহ রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।